বাংলাদেশ স্কাউটস


সংক্ষপ্ত পরিচিতিঃ


বাংলাদেশ স্কাউটস বাংলাদেশের জাতীয় স্কাউটিং সংস্থা। স্কাউটিং হল একটি আন্দোলন যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান। এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। স্কাউটিং এর মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার স্বাদ নিতে হলে যোগদান করতে হবে এই আন্দোলনে। ১৯০৭ সালে রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল সংক্ষেপে বি.পি এই আন্দোলনের শুরু করেন।
১৯৭২ সালের ৮-৯ এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ স্কাউট সমিতি। ঐ বছরের ৯ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতির ১১১ নং অধ্যাদেশ বলে (১১ সেপ্টেম্বর ১৯৭২, সোমবার) উক্ত সমিতি সরকারি স্বীকৃতি লাভ করে।



পলাশবাড়ী সরকারি কলেজ, গাইবান্ধায় স্কাউটস:



পলাশবাড়ী সরকারি কলেজ, গাইবান্ধায় ---- সালে স্কাউটস প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে থেকে লিখিত মৌখিক ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে স্কাউট সদস্য নির্বাচন করা হয়ে থাকে।

কার্যক্রম


স্কাউটিং এর মূলনীতি ও আদর্শকে সামনে রেখে দেশের শিশু-কিশোর ও যুবদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম স্কাউটিং সর্বজন স্বীকৃত। স্কউটিং এর বাস্তবমুখী ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে ছেলে-মেয়েরা ছোট বেলা থেকেই সঠিক দিক নির্দেশনার ফলে ব্যক্তি ও সমাজ জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়ে থাকে। নিরক্ষর ও মাদকমুক্ত সমাজ, সুন্দর পরিবেশ তৈরিতে এবং ছিন্ন মানুষের সেবা ও সহযোগিতা করার জন্য স্কাউটরা সমাজে অগ্রণী ভূমিকা পালন করে দেশের সরকার ও সাধারণ মানুষের সমর্থন পেতে সক্ষম হয়েছে। তথ্য প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে স্কাউটরা নিজেদের তৈরি করার অদশ্য কর্মস্পৃহা নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ স্কাউটস এর স্ট্রাটেজিক প্লান অনুযায়ী ৬টি অগ্রাধিকার কার্যক্রম বাস্তবায়নের জন্য ভলান্টিয়ার লিডার ও প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভগণ কাজ করে যাচ্ছেন।


আইন, প্রতিজ্ঞা ও মটো


কাব স্কাউট প্রতিজ্ঞা - শুধুমাত্র কাবদের জন্যঃ
আমি প্রতিজ্ঞা করছি যে,
*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
*প্রতিদিন কারো না কারো উপকার করতে
* কাব স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব

কাব স্কাউট আইনঃ

১। বড়দের কথা মেনে চলা।
২। নিজেদের খেয়ালে কিছু না করা।

স্কাউট প্রতিজ্ঞাঃ


আমি আমার আত্মমর্যাদার উপ নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,
*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
*সর্বদা অপরকে সাহায্য করতে
*স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব

স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) আইনঃ


১. স্কাউট আত্মমর্যাদায় বিশ্বসী
২. স্কাউট সকলের বন্ধু
৩. স্কাউট বিনয়ী ও অনুগত
৪. স্কাউট জীবের প্রতি সদয়
৫. স্কাউট সদা প্রফুল্ল
৬. স্কাউট মিতব্যয়ী
৭. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল

স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) মটোঃ


কাব স্কাউট মটোঃ যথাসাধ্য চেষ্টা করা
স্কাউট মটোঃ সদা প্রস্তুত
রোভার স্কাউট মটোঃ সেবা

এক কথায়ঃ "সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা"




Photo Gallery