BNCC(Bangladesh National Cadet Corps)
সংক্ষপ্ত পরিচিতিঃ
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) হচ্ছে সেনা, নৌ, ও বিমান বাহিনীর ক্যাডেটের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির, আধা সময়িক স্বেচ্ছাসেবী বাহিনী। এটি সাময়িক বাহিনীর কার্মকর্তা, জেসিও, এনসিও, বেসাময়িক কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত।
BNCC এর মূলমন্ত্রঃ জ্ঞান, শৃঙ্খলা, একতা
BNCC এর প্রতিষ্ঠাঃ ২৩শে মার্চ ১৯৭৯
BNCC এর ধরণঃ আধা-সাময়িক স্বেচ্ছাসেবী সংরক্ষিত প্রতিরক্ষা বাহিনী
BNCC এর উদ্দেশ্যঃ সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক ও নেতৃত্ব গড়ে তোলা।
BNCC এর সদর দপ্তরঃ ৩২, ঈশা খান এভিনিউ, সেক্টর ০৬, উত্তরা ঢাকা-১২৩০।
পলাশবাড়ী সরকারি কলেজ, গাইবান্ধায় BNCC:
পলাশবাড়ী সরকারি কলেজ, গাইবান্ধায় ---- সালে BNCC প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে থেকে শুধু ছাত্ররা ৩২ ব্যাটালিয়ন রংপুর প্লাটুনের অধীনে শারিরিক লিখিত মৌখিক ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে ক্যাডেট নির্বাচিত হয়ে থাকে।
সংগঠনিক কাঠামোঃ
আধা-সাময়িক স্বেচ্ছাসেবী এই সংগঠনটি যেকোন ধরণের প্রাকৃতিক দুর্যোগ ও জনকল্যানমূলক কাজ করে থাকে। যেমন- বৃক্ষরোপণ, ত্রাণ বিতরন বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন, স্বেচ্ছায় রক্তদান ইত্যাদি।
সুবিধাবলীঃ
BNCC এর ক্যাডেটরা সাময়িক বাহিনীর মতো শারিরিক ও মানসিক প্রশিক্ষণ প্রাপ্ত হয়। তারা সহজেই সাময়িক বাহিনীতে যোগদান করতে পারে। তাদের লিখিত মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা দিতে হয় না। নির্বাচিত ক্যাডেটরা সরাসরি ISSB পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।